গণমিছিল দিয়ে আজ ফের ঢাকায় নামছে বিএনপিসহ অর্ধশত দল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই গণমিছিল করবে তারা। এটি হবে একদফার ষষ্ঠ কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ে বিএনপির নেতৃত্বে প্রায় অর্ধশত রাজনৈতিক দল পনেরো দিন পর ফের ঢাকার রাজপথে নামবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এদিন রাজধানীতে দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। দুটি মিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে। মহানগর উত্তর বিএনপির গণমিছিল রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে

  • আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে
  • আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে, দক্ষিণের গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। মিছিলটি নয়াপল্টনে পৌঁছার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

    এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক অন্যান্য জোট ও দলগুলোও এদিন ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে গণমিছিলের কর্মসূচি পালন করবে। ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত, ‘১২ দলীয় জোট’ একই সময় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শান্তিনগর মোড়, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’

  • আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
  • বিকেল ৪টায় পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে ফকিরাপুল মোড় এবং ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ সকাল ১০টায় সেগুনবাগিচা হাইস্কুলের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত গণমিছিল করবে। এ ছাড়া এলডিপি বিকেল ৩টায় কারওয়ানবাজারের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, ‘গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)’ যৌথভাবে বিকেল ৪টায়

    মতিঝিলের নটর ডেম কলেজের উল্টোদিকে গণফোরাম চত্বর থেকে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে। এদিকে যুগপৎ আন্দোলনের শরিক এনডিএম গণমিছিলের পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করবে।

    গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এই পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে কালো পতাকা গণমিছিল করেছে তারা।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *