চট্টগ্রামের সীতাকুণ্ডে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে দুদিন ধরে হাসপাতালের আশপাশে অসহায়ের মতো ঘুরছিল একটি বানর। বানরটির এই অবস্থা দেখে প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগে যোগাযোগ করেন স্বাস্থ্য কর্মকর্তা। কিন্তু দুদিনেও কারও কাছ থেকে সাড়া না পেয়ে শেষে নিজেই চিকিৎসা দিলেন।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বানরটিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। পরে তিনি বানরটিকে ড্রেসিং এবং ব্যান্ডেজ শেষে ওষুধ দিলে বানরটি আবার বাগানের দিকে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধাওয়া খেয়ে আহত হওয়া একটি বানর গত দুদিন ধরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে ঘুরছিল। এ দৃশ্য দেখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বিষয়টি প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগকে জানান। কিন্তু গত দুদিনেও সেসব কার্যালয়ের কেউ এসে বানরটিকে চিকিৎসা দেননি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বানরটি অসচেতন জনতার ধাওয়া খেয়ে গুরুতর আহত হয়। বানরটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। এই ক্ষত নিয়ে সে গত দুদিন হাসপাতালের পাশে ঘোরাঘুরি করছিল। আমি তা দেখে প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দিই। কিন্তু তারা লোক পাঠাবে বললেও শেষ পর্যন্ত কেউ আসেনি। পরে নিজেই চিকিৎসা দিই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, আমরা বন বিভাগকে বলেছিলাম, তারা যদি বানরটি এনে দেয় তাহলে আমরা চিকিৎসা করব। কিন্তু বন বিভাগ আসেনি।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, অসুস্থ প্রাণীর চিকিৎসার বিষয়টি দেখবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়। কিন্তু তারা কোনো দায় নিচ্ছে না। বানরটি হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা চিকিৎসা সেবা দিতে পারছেন না।