কক্সবাজারের রামুতে ছড়া খাল থেকে একটি বন্যহাতি উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুরে ধোয়াপালং বন রেঞ্জের খুনিয়া পালংয়ের পশ্চিম গোয়ালিয়া দোছরী খাল থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়।
রশির ফাঁদে পায়ে আঘাত ও সংক্রমণের কারণে এশিয়ান প্রজাতির এ বন্যহাতির মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে খুনিয়া পালংয়ের পশ্চিম গোয়ালিয়া দোছরী খালে একটি মৃত হাতি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে ১টার দিকে স্থানীয় বনবিট কর্মকর্তা ও খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল হকসহ বনকর্মীরা ঘটনাস্থল থেকে হাতির মরদেহ উদ্ধার করেন।
খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল হক জানান, গভীর বনের ভেতর খালে একটি হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি তাকে অবগত করেন। তিনি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম জানান, পাহাড়ি এলাকায় ধানক্ষেত রক্ষায় স্থানীয় লোকজন ক্ষেতের পাশে রশির ফাঁদ পেতে রাখেন। হয়তো কোনো এক সময় রশিতে আটকা পড়ে আঘাতপ্রাপ্ত হয় ওই হাতিটি। পরে আঘাত ও সংক্রমণের কারণে হাতিটি মারা যায়। হাতি হত্যার ঘটনায় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাতির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে।