কর্মসূচি ঘোষণা করে মহাসমাবেশ শেষ করল বিএনপি

আগামীকাল (রোব’বার) সারা দেশে’ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ‘হরতালের ডাক ‘দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষ’ণা করেছে দলটি। শনি’বার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপ’ল্টনের মহাসমাবেশ থে’কে দলটির মহাসচিব

 

 

মির্জা ফখরুল ইস’লাম আলমগীর এ’ ঘোষণা দেন।এর আগে দুপুরে আ’ওয়ামী লীগ ও বিএ’নপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হ’য় কাকরাইলে। পরে’ এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে ‘নাইটিঙ্গেল মোড়সহ ‘আশপাশের এলাকায়।

 

 

এই অবস্থা’য় নয়াপল্টনে বিএ’নপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়।’শনিবার পূর্বঘোষিত :কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ কর:ছে বিএনপি। নির্ধারিত: সময়ের সোয়া এক ঘণ্টা আগে ন’য়াপল্টনের দলীয় কা’র্যালয়ের সামনে এ

 

 

মহাসমাবেশ শু’রু হয়। ঢাকা মহান’গর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌ’থ উদ্যোগে এই ‘মহাসমাবেশ হয়।বিএনপির স্থায়ী কমিটির স’দস্য মির্জা আব্বা’সের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য ‘সচিব আমিনুল’ হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত

 

 

সদস্য সচিব লিটন ‘মাহমুদের যৌথ স’ঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতি’থি হিসেবে উপস্থিত ছি’লেন দলের মহাসচিব মির্জা ফখরুল’ ইসলাম আলমগীর’। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস’ চেয়ারম্যান, চেয়া’রপারসনের উপদেষ্টাসহ

 

 

বিভিন্ন পর্যায়ের ‘নেতারা উপস্থিত ছিলে’ন।এদিকে অনুমতি না পেলেও আ’রামবাগে সমাবেশ ক’রছে জামায়াতে ইসলামী। সেখা’নে দলটির হাজার’ হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।অপ’রদিকে বিএন’পি-জামায়াতের সন্ত্রাস,

 

 

জঙ্গিবাদ, নৈরা’জ্য, অপরাজ’নীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বি’রুদ্ধে’ ‘শান্তি ও ‘উন্নয়ন’ সমাবেশ করছে বাংলাদেশ আ’ওয়ামী লীগ। ‘জাতীয় মসজিদ বায়তুল

 

 

মোকাররমের ‘দক্ষিণ গেটে এ’ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগ’র উত্তর ও দক্ষি’ণ আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *