এডিসি ‘হারুনের পরকীয়ার বলি কেন হবে আমার ভাই’

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে বেদম পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহারের পাশাপাশি বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ বিচার দাবি করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে এডিসি হারুনের বিচার চাই; আমার ভাই আহত কেন, জবাব চাই; হারুনের কালো হাত ভেঙে দাও, হারুনের পরকীয়ার বলি কেন হবে আমার ভাই; এই নির্মমতার শেষ কোথায় ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

  • ছাত্রলীগের দুই নেতাকে পেটানো এডিসি হারুন প্রত্যাহার
  • গরিব মানুষের জন্য হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স
  • বাইডেনের সেলফি দেখে বিএনপির নেতাকর্মীদের চোখ মুখ শুকিয়ে গেছে
  • মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি শান্ত পরিস্থিতিকে এডিসি হারুন জটিল করেছেন। নাঈম ভাইয়ের সারা শরীরে ক্ষত হয়েছে। তার দাঁত তুলে ফেলা হয়েছে। তিনি তার দাঁতকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন। তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটি মানবিকতার মধ্যে পড়ে না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এ ধরনের কাজ করতে পারে না। তিনি (হারুন) আইনের ঊর্ধ্বে নয়। আমরা তার বিচার দাবি করছি।

    প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেদম পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ। ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    One thought on “এডিসি ‘হারুনের পরকীয়ার বলি কেন হবে আমার ভাই’

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *