রাতের বেলা ঘুমিয়েছিল মেয়ে হিসেবে। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুরে।
মাদ্রাসাপড়ুয়া ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীর ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে মানুষ ভিড় করে।
গত মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী নিজের মধ্যে শারীরিক পরিবর্তন দেখতে পেলে সে তার মাকে জানায়। মা পিয়ারা বেগম এবং তার দাদি দেখে পরিবারের অন্য সদস্যদের বলেন।
তার বাবা কোমর আলী বলেন, মেয়ের কথা শুনে তার স্ত্রী ও তার মাকে দেখতে বলেন। তারা দেখে বলেন যে, তার শারীরিক পরিবর্তন ঘটেছে। যেহেতু আল্লাহ এ রকম করেছেন এখানে তাদের কোনো হাত নেই।
ওই শিক্ষার্থী বলেন, আমি আমার পড়াশোনা চালিয়ে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আমি একজন ভালো শিক্ষক হতে চাই।
উপজেলার জোতবানি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. দছির উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এরপর তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে অনেক লোকের সমাগম হয়েছে। আমি তাদের সচেতন করে বলেছি তাকে যেন কেউ বিরক্ত না করে।