‘একা একা খেতে চাও’ বিজ্ঞাপনের মডেল সা’দ মারা গেছেন

নব্বই এর দশকের একটি জনপ্রিয় বিজ্ঞাপন হল ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’। টিভি পর্দায় সংলাপটি নিয়ে হাসিমুখে হাজির হতো ছোট্ট এক ছেলে। চিপসের বিজ্ঞাপনে ছোট ছেলেটির নাম সাদ হোসেন। সেই ছেলেটি শুক্রবার (১৮ আগস্ট) সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনিজনিত অসুখে ভুগছিলেন সা’দ। সামাজিক যোগাযোগমাধ্যমে সা’দের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব।

ফেসবুকে লেখেন, আমার বোনজামাই সা’দ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।

আমেরিকার নিউইয়র্কে পরিবার ও স্ত্রী-সন্তানকে নিয়ে বাস করতেন সা’দ। সেখানেই মারা যান তিনি। আমেরিকাতেই সাদকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *