সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া (৪৩) নামে সাবেক এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান রোডের কবরস্থান মসজিদ-সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম কিবরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান রোডের কবরস্থান মসজিদ-সংলগ্ন এলাকার শুকুর মুন্সির ছেলে।
এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে, আমরা ইসলামের সৈনিক।’
স্থানীয়রা জানায়, নিহত গোলাম কিবরিয়া রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষক ছিলেন। কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে। রোববার দুপুরে ঘরের দরজায় গিয়ে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের ঘরের মালামাল ওলটপালট ও আলমারি খোলা ছিল।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।