ইভিএমে কে’ কোথায় ভোট দেবেন, আমাদের’ কাছে চলে’ আসবে’

আগামী বুধবার (২৭ জুলাই) পটুয়াখালীর’ বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে’ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে পটুয়াখালী জেলা’ আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় নেতা জোবায়দুল’ হক রাসেলের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক’ যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায়’ তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান’ বৈঠকে জোবায়দুল হক রাসেলের দেওয়া এক বক্তব্য তাকে বলতে’ শোনা যায়, ‘ভোট হবে ইভিএমে। কে কোথায়’ ভোট দেবেন তা কিন্তু আমাদের কাছে চলে আসবে।

অতএব ভয়’ পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।’আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য ঘিরে সব মহলে ব্যাপক’ আলোচনা-সমালোচনা চলছে। বিব্রতবোধ করছেন নির্বাচন সংশ্লিষ্টরাও।এ বিষয়ে জানতে চাইলে’ পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান’ বলেন, ইভিএমে ভোটগ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার’ জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।তবে মোবাইলে একাধিকবার’ যোগাযোগের চেষ্টা করেও আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *