আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অতি সন্নিকটে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর ক্ষমতায় থাকতে পারবেন না। যারা এই ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অন্যায়-অবিচার করেছেন, তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। এই পাহারা বিএনপির নেতাকর্মীদের দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আজ সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর এক মাস ক্ষমতায় থাকতে পারবেন বলে আমি মনে করি না। অধ্যাপক ড. ইউনূসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে।

দুলু বলেন, সরকার পাগল হয়ে গেছে। যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর থাকবে না। এটা ফাইনাল।

সমবায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। জেলা সমবায় দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব মসলেম উদ্দিন সরকার রুপোসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সমবায় দলের ভাইস চেয়ারম্যান মোকাম্মেল কবির।

3 thoughts on “আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *