ঘরে চাল না থাকায় পাশের ঘরে চাল আনতে যান মা। চাল আনতে যাওয়াটাই কাল হলো মায়ের জন্য। তার একমাত্র ছেলে আবদুর রহমান (১৮ মাস) পানিতে পড়ে মারা গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই গ্রামের মো. লিটনের ছেলে।
লিটন জাগো নিউজকে বলেন, দুপুরে আবদুর রহমান নিখোঁজ হয়। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘আমি গরিব মানুষ। স্থানীয় একটি মাদরাসার গাড়ি চালাই। বুধবার মাদরাসা বন্ধ থাকায় বাড়ির পাশে রং চা বিক্রি করতে যাই। ঘরে চাল না থাকায় আমার স্ত্রী পাশের ঘর থেকে চাল আনতে যান। এসময় সবার অজান্তে ছেলে আবদুর রহমান পানিতে পড়ে মারা যায়।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান লিটন বলেন, দুই মেয়ের পর ছেলেটি হয়। আশা ছিল তাকে কোরআনের হাফেজ বানাবো। সেই আশা পূরণ হলো না।