অভয়নগরে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের সাথে ওসি’র মতবিনিময়।

 

মোঃ কামাল হোসেন যশোর,বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী, ব্যাংকার ও ইজিবাইক চালকদের সাথে থানার ওসি’র আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নওয়াপাড়া বাজার কাপুড়িয়াপট্টিতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি)একে এম শামীম হাসান। তিনি বলেন, আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে কোন ধরনের আইন শৃংখলা অবনতি না হয় এবং সাধারন ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ন ভাবে ব্যবসা বানিজ্য করতে পারে সে জন্য থানা পুলিশ তৎপর রয়েছে। এ বিষয় সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন, অভয়নগরের প্রতিটি বাজারে নিরাপত্তা জোরদার করার জন্য নাইট গার্ড বাড়াতে এবং সিসি ক্যামেরা সচল রাখতে হবে। সরকারের দিক নির্দেশনা মোতাবেক ব্যবসা বানিজ্য পরিচালনা করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কাপুড়িয়াপট্টির সাধারন সম্পাদক আমজেদ হোসেন, ব্যবসায়ী জয়নাল আবেদীন সরদার, জুয়েলারী সমিতি উপজেলা শাখার সভাপতি সুশিল কুমার দাস ঝন্টু, সংগাঠনিক সম্পাদক সংবাদিক মল্লিক খলিলুর রহমান প্রমূখ। সভা শেষে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে অভয়নগর থানার ওসি নওয়াপাড়া গরুর হাট পরির্দশন করেন। পরে নুরবাগ ইজিবাইক, মটরসাইকেল চালকদের সাথেও আইন শৃংখলা ও সড়কে যেন কোন প্রকার যানযট সৃষ্টি না হয় এ ব্যাপারে ওসি একে এম শামীম হাসান দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহম্মেদ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। অনুরুপ বিকাল সাড়ে পাচ’টায় অভয়নগর থানায় নওয়াপাড়ার শহরের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সাথে আইন শৃংখলা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় থানার অফিসার্স ইনচার্জ (ওসি)একে এম শামীম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইএফ আইসি ব্যাংকের নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান অন্যন্যে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *